জিও ব্যবহার করেন ?


আপনি কি জিও কানেকশন ব্যবহার করছেন ?

দীর্ঘ ছয়মাস যাবৎ ফ্রি সুবিধে পাওয়ার পরে কি নতুন করে প্রাইম মেম্বারশিপও নিয়ে ফেলেছেন ? রিলায়েন্স জিওর দৌলতে টেলিকম দুনিয়ায় তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বাজারে টিকে থাকতে আইডিয়া ও ভোডাফোন একত্রিত হয়েছে। এসবের মাঝেই উঠে আসছে নতুন প্রশ্ন। ক্রমান্বয়ে অতিরিক্ত সুবিধা প্রদান করে জিও তার বাজার ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। টেলিকম মহলের বিশিষ্ট কর্তারা মনে করছেন এভাবে চলতে থাকলে অন্য টেলিকম সংস্থাগুলি ক্ষতিগ্রস্থ হবে। আপনার মনে হতেই পারে, জিও ফ্রি দিচ্ছে তো অন্য কোম্পানীর কি এসে যায় ? আসল কথা হল, টেলিকম দুনিয়ায় জিওর একচেটিয়া বাজার তৈরী হলে ক্ষতিগ্রস্থ হবেন গ্রাহকেরাই। কারণ সেখানে জিও ছাড়া মানুষের কাছে অন্য কোনও অপশন থাকবে না। 


No comments: